লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরপাগলা গ্রামে এক সন্তানের জননী পুরুষে রূপান্তরের ঘটনায় এলাকায় এখন প্রধান আলোচনার কেন্দ্র বিন্দু। মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় এ সংবাদ প্রকাশিত হওয়ার পর হাজার হাজার মানুষ বহু দূর থেকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীড় জমায়। এতে পুরুষে রূপান্তরিত রাসেলের পরিবার (পূর্বের নাম রেহেনা) মানুষের ভীড়ে অনেকটা অসহায় হয়ে পড়ে। গত তিন দিন যাবত খাওয়া দাওয়া না করার কারণে রাসেল অনেকটা অসুস্থ্য হয়ে পড়েছে। অবস্থার অবনতি দেখে রাসেলের পরিবার মঙ্গলবার দুপুর ২টার দিকে তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ সেলিমের কার্যালয়ে নিয়ে আসে রাসেলকে। কিন্তু এখানেও লোকের ভীড় আরো বেড়ে যায়। সেলিম চেয়ারম্যান অবস্থা বেগতিক দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন ও কমলনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক খান কে বিষয়টি জানায়। উভয় কর্মকর্তাই প্রাথমিকভাবে সামাজিক নিরাপত্তার জন্য চেয়ারম্যানের দায়িত্বে বিষয়টি দেখার নির্দেশ প্রদান করেন। এরপর বিকাল ৪ টার দিকে চেয়ারম্যান তার পরিষদের অন্যান্য সদস্যদেরকে নিয়ে মটরসাইকেল যোগে রাসেলের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদেরকে নিরাপত্তার বিষয়টি বুঝিয়ে দিয়ে আসে। কমলনগর থানার ওসি এনামুল হক খান সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনে জানায়, রাসেলের পরিবারের নিরাপত্তার স্বার্থে থানার প থেকে একটি মোবাইল টিম প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের বেছু মাঝি বাড়ির মৃত জাকির হোসেনের মেয়ে এক সন্তানের জননী রেহেনা বেগম (২২) গত তিন মাস পূর্বেই পুরুষে রূপান্তরিত হয়। ঘটনাটি সে সর্ব প্রথম তার দাদী কে জানায়। কিন্তু দাদী লোক লজ্জার ভয়ে কাউকে প্রকাশ করেনি। অবশেষে গত ২০-২২ পূর্বে আবারও রেহেনা তার দাদীকে এই বিষয়ে জানায়। এবার তার দাদী তখন নিজ বাড়ির অন্য দু’এক জনকে ঘটনাটি অবহিত করে । শেষ পর্যন্ত গত রোববার (১৫ জানুয়ারী) রেহেনা বেগম প্রকাশ্যে তার শারীরিক পরিবর্তনের কথা বাড়ির সবাইকে জানিয়ে দেয়। এবার বাড়ির লোকজনের পে কয়েক জন একত্রিত হয়ে পরীা করে দেখতে পায় যে আসলে সে পুরুষে রূপান্তরিত হওয়ার ঘটনাটি সত্য। বর্তমানে রেহেনা
রাসেল রাখা হয়েছে, মাথার চুল কেটে ছোট করা হয়েছে এবং তার কন্ঠস্বর পরিবর্তন হয়েছে বলে জানান, তার মা খুকি বেগম। বাড়ির লোকজন ও এলাকাবাসী জানায়, রেহেনা বেগম মহিলা হলেও ছোট বেলা থেকে তার স্বভাব চরিত্র পুরুষের মতই ছিল। মা খুকি বেগম আরও জানান, গত ৬ বছর আগে নিজের ইচ্ছাই তার মেয়ে রেহেনা তোরাবগঞ্জ গ্রামের নাসির নামের এক ছেলেকে বিয়ে করে। কিন্তু গোপন বিয়ের কারণে ছেলের পরিবার ওই বিয়েকে মেনে না নেয়ায় সে স্বামীর সাথে চট্টগ্রামের মুরাদপুরে বসবাস করত। বর্তমানে তার স্বামী ঢাকায় থাকে । তাদের ঘরে রায়হান চৌধুরী নামের ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
রাসেল রাখা হয়েছে, মাথার চুল কেটে ছোট করা হয়েছে এবং তার কন্ঠস্বর পরিবর্তন হয়েছে বলে জানান, তার মা খুকি বেগম। বাড়ির লোকজন ও এলাকাবাসী জানায়, রেহেনা বেগম মহিলা হলেও ছোট বেলা থেকে তার স্বভাব চরিত্র পুরুষের মতই ছিল। মা খুকি বেগম আরও জানান, গত ৬ বছর আগে নিজের ইচ্ছাই তার মেয়ে রেহেনা তোরাবগঞ্জ গ্রামের নাসির নামের এক ছেলেকে বিয়ে করে। কিন্তু গোপন বিয়ের কারণে ছেলের পরিবার ওই বিয়েকে মেনে না নেয়ায় সে স্বামীর সাথে চট্টগ্রামের মুরাদপুরে বসবাস করত। বর্তমানে তার স্বামী ঢাকায় থাকে । তাদের ঘরে রায়হান চৌধুরী নামের ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
No comments:
Post a Comment